সোমবার ৬ জানুয়ারী ২০২৫ - ১২:২৪
আয়াতুল্লাহ রেজা রামজানি ও জাফারিয়া রিডার্স সোসাইটির সদস্যবৃন্দ

হাওজা / আয়াতুল্লাহ রেজা রামজানি, মাজমা’য়ে জাহানী আহলে বাইত (আ.)-এর মহামহাসচিব-এর সঙ্গে জাফারিয়া রিডার্স সোসাইটি খুলনা বৈঠক।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের জাফারিয়া রিডার্স সোসাইটির উদ্যোগে আয়াতুল্লাহ রেজা রামজানি, মাজমা’য়ে জাহানী আহলে বাইত (আ.)-এর মহাসচিব-এর সঙ্গে কাসরে হুসেইনি এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে  মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামজানি জাফারিয়া রিডার্স সোসাইটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ধর্মীয় শিক্ষার প্রসার ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ দেন।

তিনি বলেন, "বাংলাদেশের তরুণ সমাজকে ইসলামের শিক্ষা ও আহলে বাইত (আ.)-এর বার্তা গ্রহণের জন্য আরও বেশি করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং ধর্মীয়-সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।"আয়াতুল্লাহ রামজানি ও জাফারিয়া রিডার্স সোসাইটি ফিলিস্তিনের প্রতি সমর্থন জোরদার করার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রচার অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন:

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ আলী ময়িনিয়ান – মাজমায়ে জাহানী আহলে বাইত (আ.)-এর আন্তর্জাতিক বিষয়ক সহকারী।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মাহদি আলীজাদে মুসাভি-বাংলাদেশে বিপ্লবী সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের প্রতিনিধি।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ ইব্রাহিম খলিল রিজভি-বাংলাদেশ ইমামিয়া উলামা কাউন্সিলের সভাপতি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha